ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ছিনতাইয়ের আধঘণ্টার মধ্যেই আটক ৩ কিশোর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
সাভারে ছিনতাইয়ের আধঘণ্টার মধ্যেই আটক ৩ কিশোর

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দেয়ালের পাশে ছিনতাই করার আধঘণ্টার মধ্যেই তিন জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্ত্রিক এলাকার বিএলআরআই গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এর আধঘন্টা পর সাড়ে ৮টার দিকে সাভার হাইওয়ে থানা পুলিশ ও জাবি প্রশাসনের যৌথ চেষ্টায় তিন কিশোর ছিনতাইকারীকে আটক করা হয়।

আটক তিন কিশোর হল- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সুর্বণপুর গ্রামের শাহীনের ছেলে সুমন (১৫), রংপুরের ডিমলা উপজেলার কারিরা চাপানি গ্রামের আসাদের ছেলে সম্রাট (১৪) ও  ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের আজিমের ছেলে জীবন (১৮)।   তাদের সবাই জাহাঙ্গীরনগরের পেছনে ইসলামনগরে ভাড়া থাকে।

ছিনতাইয়ের স্বীকার দুলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ছেলের হৃদরোগের সমস্যার কারণে সাভারে হাসপাতালে দেখায়ে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমার ছেলে বাসে ওঠতে পারে না। তাই রিকশায় ছেলে ও এক সহকর্মীকে নিয়ে পলাশবাড়িতে বাসায় ফিরছিলাম। এসময় জাহাঙ্গীরনগরের গেট পার হয়ে বিএলআরআই গেটের অপর পাশে পৌঁছানো মাত্র রিকশা থামিয়ে তিন জন আমার ছেলের গলায় চাপাতি ধরে ও কাছে থাকা মোবাইল-টাকা সব নিয়ে যায়। পরে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়াল লাফিয়ে পার হয়ে যায়। এরপর হাইওয়ে থানার পুলিশকে বিষয়টি জানাই।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, ছিনতাই হওয়া ব্যক্তিরা প্রথমে আমাদের খবর দেয়। পরে আমার ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহয়তায় তিনজনকে আটক করতে সক্ষম হই। তিন ছিনতাইকারী ও ভুক্তভোগীদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।