ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ গ্রেপ্তার পেশাদার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
অস্ত্রসহ গ্রেপ্তার পেশাদার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওয়ারীর টিকাটুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব হোসেন আরিফ (১৯), মো. রাহাত (১৯), মো. আরিয়ান আহমেদ (২০) ও মো. তানভীর (১৯)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান করার সময় ডিবি ওয়ারী বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার ওপর অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেপ্তারে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে রাকিবের কাছ থেকে একটি ধারালো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারালো কাঁচির ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো। ঘটনার সময় তারা ছিনতাই করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।