ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রেশম শ্রমিকদের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বকেয়া বেতনের দাবিতে রেশম শ্রমিকদের কর্মবিরতি

রাজশাহী: সাত মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা। এ সময় তারা একই দাবিতে ইনস্টিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এছাড়া বেলা ১১টা থেকে তারা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন।  

শ্রমিকরা জানান, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ করে রাখা রয়েছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন।  

এ নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো লাভ হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, রেশম বোর্ড যেদিন বেতন দিবে সেদিন তাদের বেতন দেওয়া হবে। তাই তারা আজ বাধ্য হয়ে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করলেন। তবে এরপরও বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা পুরোপুরি কর্ম বিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ইনস্টিটিউটের কর্মচারী পালক, রফিক, সাত্তার, সাবের আলীসহ আরও অনেকে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।