ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাকা: সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জানুয়া‌রি) বেলা ১১টার দিকে সাতক্ষীরার বড়বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় পিএন হাইস্কুল এলাকা থেকে তাকে তু‌লে নেয় সাদা পোশাকধারীরা।

তিনি দীপ্ত টিভি ও প্রজন্ম একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

মোটরসাইকেলের চালক আব্দুল কুদ্দুস জানান, তিনি রঘুনাথ খাঁকে নিয়ে রিপোর্টের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় গিয়েছিলেন। সেখানে রঘুনাথ খাঁ মোবাইলে কিছু ছবিও তোলেন। ফিরে এসে তিনি বড়বাজারে বাজার করে বাড়ি ফেরার পথে পিএন স্কুলের সামনে তাদের গতিরোধ করে সাদা পোশাকধারী কয়েক জন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যায় তারা।

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ জানান, খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, গত শনিবার (২১ জানুয়ারি) গভীর রাতে একদল লোক তাদের কাটিয়াস্থ বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়া না দিলে পরে তারা ইটের টুকরা মেরে চলে যায়।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খাঁনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি,২৩, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।