ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
নড়াইলে বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় শ্রমিকের মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
নিহত শ্রমিকের নাম নাজমুল মৃধা (৩৫)। তিনি জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের কাজির ভাটার পাশে মধুমতি নদীতে ঘাটে বাধা অবস্থায় বালু বোঝাই ট্রলারে অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলাটি ফেটে পানিতে তলিয়ে যায়। এসময় ট্রলারে থাকা চারজন বের হয়ে এলেও নাজমুল কেবিন থাকা টাকা আনতে গেলে ট্রলারের সঙ্গে সেও ডুবে যায়।
 
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুর ২টার দিকে ট্রলারের কেবিন থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।