ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
যশোরে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি  মানববন্ধন

যশোর: যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিল্টন, শেক্সপিয়র, বাইরেনের সমতূল্য পর্যায়ের কবি যশোরের মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এতো কম সময়ে এতো বেশি সমৃদ্ধ হত না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভাণ্ডার সম্পর্কে তত বেশি জানেও না। এজন্যে মধুসূদনকে চর্চার জন্যে ও তাঁর সাহিত্য গবেষণার জন্যে যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যশোরবাসীর।  

সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনের রাস্তায় একই দাবিতে মানববন্ধন করা হবে।  

মানববন্ধন শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
 
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।  

মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহকারী সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় ও আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে অন্যান্যে মধ্যে বক্তব্য দেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দিপংকর দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজকল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি প্রমুখ।  

সমাবেশ থেকে অবিলম্বে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।