ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় আহত পীর-মুরিদের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় আহত পীর-মুরিদের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রলির ধাক্কায় আহত পীর ও এক মুরিদের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বড়খাতা তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তারা।

মৃতরা হলেন- কুড়িগ্রামের রাজীবপুর এলাকার পীর ফজলুল হক (৬০) ও তার মুরিদ হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার নজরুল ইসলাম (৫০)।  

পুলিশ জানায়, ফজলুল হক একজন পীর ছিলেন। তাকে নিয়ে মোটরসাইকেলে করে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন মুরিদ নজরুল ইসলাম। পথে সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে পৌঁছালে একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাদের মৃত্যু হয়।  

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।