ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠামইনে ছেলের হাতে মা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
মিঠামইনে ছেলের হাতে মা খুন ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে ছেলে হাতে মা মনমোহনী দাস (৭০) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত মনমোহনী দাস উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী।  

জানা গেছে, বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে নিয়মিত চিকিৎসা করানো হলেও ভালো হচ্ছেন না। শনিবার সকালে ইন্দ্রজিত তার মায়ের (মনমোহনী দাস) প্রতি ক্ষিপ্ত হন। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে তিনি তার মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা মনমোহনী দাসের মৃত্যু হয়।  

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইন্দ্রজিতকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।