ঢাকা: রাজধানীর মিরপুর-১১ নম্বরের মাক্কি মসজিদের পাশে একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত কর্মকর্তা শাজাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিরপুর-১১ নম্বর মাক্কি মসজিদের পাশে একটি বাসায় আগুন লেগেছিল। ঘটনাস্থলে সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। রাত সোয়া ১১টার দিকে আগুন নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসার ভেতর নতুন তৈরি পোশাক রাখা ছিল। সেখানেই আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এমজে