ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় মিলন ফকির (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিলন ফকির জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে মিলনকে লক্ষ্য গুলি ছোড়ে।  মিলন দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকলে আবারও গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।