ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিকুঞ্জে ফুটপাতে নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
নিকুঞ্জে ফুটপাতে নারীর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৬০ বছর।

সোমবার (৩০ জানুয়ারি) বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরী।

তিনি বলেন, আজ দুপুরে দিকে সংবাদের পরিপ্রেক্ষিতে খিলক্ষেত নিকুঞ্জ-২, রোড নম্বর-১ এলাকার ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, তিনি এ এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ফিঙ্গারের মাধ্যমে তার নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।