ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে পুকুরে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
নবাবগঞ্জে পুকুরে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাকিব (২২) নামে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলা বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত চালক রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, মঙ্গলবার চক বালুরচর এলাকার একটি পুকুরের শ্রমিকরা কচুরিপানা পরিস্কার করছিল। এ সময় সেখানে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে।  

নিহতের মামা ফরহাদ কবির জানান, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয় এবং শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।