ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা নদীতে ভাসছিল এক ব্যক্তির মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
পদ্মা নদীতে ভাসছিল এক ব্যক্তির মরদেহ 

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদী থেকে মো. জসীমউদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বুড়িরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত জসীম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।  

ওসি মো. ইদ্রিস আলী জানান, আকোটেরচরের বুড়ির চরে মরদেহটি পদ্মা নদীতে ভাসমান অবস্থায় দেখে বুধবার রাত ১১টার দিকে এক ট্রলার চালক সদরপুর থানায় খবর দেন। পরে সদরপুর থানা পুলিশে নৌপুলিশকে বিষয়টি জানায়। পরে দিনগত রাত সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

তিনি বলেন, মৃতের শরীরে কোনো পোশাক ছিল না। বৃহস্পতিবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুরের মাধ্যমে হাতের ছাপ নিয়ে মৃতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।