ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ শেখ আবু নাসের লিংক রোড সংস্কার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
শহীদ শেখ আবু নাসের লিংক রোড সংস্কার দাবি

খুলনা: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) অধীনস্থ শহীদ শেখ আবু নাসের লিংক রোড (বাইপাস সড়ক) দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।

বক্তব্য দেন- নাগরিক নেতা সিনিয়র সাংবাদিক এস এম মারুফ হোসেন, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, নিসচার মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, মদিনাবাগ আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান, মো. আনোয়ার হোসেন, মুফতি আবু হুরায়রা, সহ-সাধারণ সম্পাদক মো. ফিরোজ, সাবেক সভাপতি মো. রমজান আলী প্রমুখ।

মানববন্ধনে ও সমাবেশে ভুক্তভোগী শহীদ শেখ আবু নাসের লিংক রোডের মদিনাবাগ এলাকার কয়েকশ’ বাসিন্দা, কোমলমতি শিশু, শিক্ষার্থী ও নারীরা অংশ নেন।

বক্তারা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এলজিইডি-কেসিসির রশি টানাটানি দেখতে চায় না। সরকার সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে অথচ সেই কাজটি না করে একে অপরকে দোষারোপ করছে আর এলাকার জনগণকে ভোগান্তিতে রেখেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহন, পথচারী চলাচল করে। রোধ হলে ধুলা আর বৃষ্টি হলে কাদা আর জলাবদ্ধতায় এলাকাবাসীকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে।  

অবিলম্বে আড়াই কিলোমিটার এ সড়কটি সংস্কারের দাবি জানান তারা। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে এলাকাবাসী কঠোর কর্মসূচি পালন করবে। হরতাল, অবরোধ, অনশন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন। এ সড়কটি সংস্কার না হওয়ার কারণে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের রোগীরা ও নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছে।

বক্তারা শহীদ শেখ আবু নাসের লিংক রোড (সিটি পাইপাস), রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা বাইপাস সড়ক দীর্ঘ এক যুগে যারা সংস্কার করতে পারেননি তাদের বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।