ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নওগাঁয় সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

নওগাঁ: নওগাঁয় অসহায় দরিদ্র নারীদের মধ‍্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব‍্যারিস্টার নিজাম উদ্দিন জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের হাতে এসব তুলে দেন।

জেলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ঈমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহম্মেদ নাছিম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ২৬৪ জন দরিদ্র নারীর মধ‍্যে একটি করে সেলাই মেশিন ও ২৭ জন প্রতিবন্ধীর মধ‍্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।