ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জুট গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
নারায়ণগঞ্জে জুট গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে হাসিব এন্টারপ্রাইজ নামে একটি জুটের গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরিতে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এতে ক্ষতিগ্রস্ত হয় পুরো ফ্যাক্টরির যন্ত্রপাতি। আগুনে স্থানীয় মান্নান মিয়ার মালিকানাধীন ৫টি বসতঘরও আগুনে ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার মেশিনারিজ, কাপড় ও কাগজ পুড়ে গেছে।

আরেক স্বত্বাধিকারী উল্লাস মিয়া জানান, আগুনে আমাদের ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে! এখানে থাকা জুট, কাগজ পুড়ে ছাই হয়ে গেছে এবং মেশিনারিজ পুড়ে নষ্ট হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।