ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বিএনপির ৩৮ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সিরাজগঞ্জে বিএনপির ৩৮ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতিসহ দলটির ৩৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।

 
গ্রেফতারদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম আজম, সগুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, মাগুরা বিনোদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, সিরাজগঞ্জ পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু।  

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) সামিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।