ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

 ৩ মাসেও নেভেনি বৈদ্যুতিক বাতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
 ৩ মাসেও নেভেনি বৈদ্যুতিক বাতি 

নওগাঁ: বিদ্যুতের সংকটপূর্ণ মুহূর্তে নওগাঁর একটি বিদ্যালয়ে গত ৩ মাস যাবত দিনরাত ২৪ ঘণ্টা বৈদ্যুতিক বাতি জ্বলে। এনিয়ে মাথা ব্যাথা নেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।

সরকারিভাবে বার বার বলা হচ্ছে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া। কিন্তু নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে দেখা যায়, দিনের বেলাতেও জ্বলে আছে বৈদ্যুতিক বাতি। ভিতরে ও বাহিরে দুটি বাতি জলে রয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের বেশ কয়েকজন ছাত্র বাংলানিউজকে জানান, রাত দিন ২৪ ঘণ্টা এভাবেই জ্বলে থাকে বাতিগুলো। বেশ কয়েকমাস ধরে এভাবেই রয়েছে। আমরা শুনেছি বাতিগুলোর সুইচ নষ্ট। কিন্তু এতদিনেও সুইচ ঠিক করা হয়নি এটি মোটেও ভাল কাজ নয়। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক শিক্ষক বাংলানিউজকে জানান, এই বাল্ব গুলো সারাদিন জ্বলে থাকে। আমরা প্রধান শিক্ষককে অনেক বার বলেছি সুইচ গুলো ঠিক করার জন্য। কিন্তু কাজ হয়নি। যেহেতু প্রধান শিক্ষক বিদ্যালয়ের হেড এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।  

এ বিষয়ে মোবাইলে ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সুইচ নষ্টের কারণে গত ৩ মাস ধরে বাতিগুলো জ্বলছে। আসলে সময়ের অভাবে ঠিক করা যাচ্ছে না। তবে দ্রুত সুইচ গুলো ঠিক করা হবে।

বিদ্যুতের অপচয় হচ্ছে কিনা জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক বলেন, বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এজন্য সুইচ ঠিক করার সময় হয়নি। বিদ্যুৎ বাতি জ্বলে থাকলে তো বিল উঠবেই। তবে আমরা খুব দ্রুত এটি ঠিক করে নেব।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।