ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওএমএসের চাল-আটা পাচারকালে হাতেনাতে ধরা প্রজন্ম লীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
ওএমএসের চাল-আটা পাচারকালে হাতেনাতে ধরা প্রজন্ম লীগ নেতা

রাজবাড়ী: রাজবাড়ীতে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা মহসীন মৃধাকে হাতেনাতে ধরে স্থানীয় জনতা। তবে এ সময় সুকৌশলে পালিয়ে যান সেই আ.লীগ নেতা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসীন মৃধা দীর্ঘদিন ধরে কার্ডধারীদের কাছে চাল ও আটা বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। বুধবার সন্ধ্যার পর তিনি ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় তার ডিলার পয়েন্ট থেকে ২৪০ কেজি চাল ও ১৫০ কেজি আটা একটি রিকশায় উঠিয়ে কালোবাজারে বিক্রির জন্য পাচার করছিলেন।  

এ সময় স্থানীয় জনতা হাতেনাতে রিকশাচালকসহ তাকে আটক করলেও ডিলার মহসীন মৃধা সুকৌশলে পালিয়ে যান। পরে বিষয়টি জেলা প্রশাসক, জেলা পুলিশ ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবগত করলে পুলিশসহ ঘটনাস্থলে এসে চাল ও আটা জব্দ করে।  

রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবু কাউছার বলেন, ওএমএস ডিলার মহসীন মৃধা কার্ডধারীদের কাছে চাল ও আটা বিক্রি না করে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রিকশা পাচারকালে স্থানীয় জনতা আটক করে। আমাদেরকে খবর দিলে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ২৪০ কেজি চাল ও ১৫০ কেজি আটা জব্দ করা হয়। তবে ডিলার পালিয়ে যান। তবে ব্যবসাটি পরিচালনা করেন মো. সালাউদ্দিন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসএএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।