ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ভবঘুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ভবঘুরের

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল মজিদ বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় আব্দুল মজিদ নিহত হন। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল মজিদ আগে বাসের ড্রাইভার ছিলেন। ছয় বছর ধরে তার কোনো কাজ ছিল না। তিনি ভবঘুরের মতো বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং মানসিক রোগেও ভুগছিলেন বলে জানা গেছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
কেইউএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।