ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক রাতে ৪ কবর খুঁড়ে কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এক রাতে ৪ কবর খুঁড়ে কঙ্কাল চুরি

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লিতে এক রাতে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার খবর পেয়ে ভালুকা থানা পুলিশ উপজেলার মেদুয়ারী গ্রামে কঙ্কাল চুরি হওয়া কবরস্থান পরিদর্শন করেছে।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ কামাল হোসেন বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেদুয়ারী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য আসমা খাতুন বলেন, প্রায় ৯ বছর আগে আমার মা মানিকজান মারা গেছেন। ভাই লোকমান হেকিম ৬ বছর আগে এবং আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান।

এছাড়াও প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ বিগত ৬ মাস আগে মারা যাওয়ায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। গত রাতে হঠাৎ ওইসব কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।