ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুরস্কে নয় জনের মরদেহ উদ্ধার করলো বাংলাদেশের দল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
তুরস্কে নয় জনের মরদেহ উদ্ধার করলো বাংলাদেশের দল

ঢাকা: তুরস্কে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল একজনকে জীবিত উদ্ধারের পর ৯টি মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

 

তিনি জানান, তুরস্কে বাংলাদেশের উদ্ধারকারী দল আজকেও অনুসন্ধান চালিয়ে নয়টি মরদেহ উদ্ধার করে।

উল্লেখ্য, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

>>আরও পড়ুন: তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এজেডএস/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।