ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতলবে ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মতলবে ট্রাকচাপায় শিশু নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় ট্রাকচাপায় তাছফিয়া (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে রুনিয়া (৭) নামে আরেকটি শিশু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভার ধনারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাছফিয়া একই এলাকার কালুশাহ প্রধানীয়া বাড়ির বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশার চালক ইব্রাহিম হোসেনের মেয়ে। আহত রুনিয়া একই বাড়ির রাকিবুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে তাফসিয়া ও রুনিয়া রাস্তার পাশে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় পেছন থেকে মাল বোঝাই দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাফসিয়া নিহত হয়। এতে গুরুতর আহত হয় রুনিয়া। আহতশিশুটি মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।