ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে ৩ শতাধিক মাল্টার গাছ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
পলাশে ৩ শতাধিক মাল্টার গাছ কর্তন

নরসিংদী: নরসিংদীর পলাশে শামীম চৌধুরী নামে এক প্রবাসীর বাগানের তিন শতাধিক মাল্টার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।  

রোববার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের তারগাও গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসী শামীমের স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহীদা বেগম জানান, গত দুই বছর আগে তার স্বামী বাড়ির পাশে ১শ শতাংশ একটি পতিত জমিতে তিন শতাধিক মাল্টার চারা রোপণ করেন। গাছগুলোতে কয়েকদিন পর ফলন আসার কথা। গত এক মাস আগে তার স্বামী প্রবাসে চলে গেলে মাল্টার বাগান তিনি দেখাশুনা করতেন।

আজ সকালে তিনি বাগানে গিয়ে সব মাল্টার গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
 এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।