ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদায় ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
মুগদায় ধর্ষণ মামলার পলাতক আসামি আটক জামাল

ঢাকা: রাজধানীর উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল আকন (৩৩) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আসামি জামাল ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্কের সূত্র ধরে ২০১৯ সালে ভুক্তভোগীর বাসায় যাতায়াত ছিল জামালের। তখন থেকে জামাল বিভিন্ন সময় ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী তাকে বিয়ের কথা বললে তিনি না করেন ও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন। আসামি জামাল বিষয়টি স্বীকার করেছেন।

কর্ণেল আরিফ মহিউদ্দিন আরও বলেন, ভুক্তভোগী চলতি বছরের ৬ জানুয়ারি মুগদা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে জামাল রাজধানীর বিভিন্নস্থানে পলাতক জীবন-যাপন করতে শুরু করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।