ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ডেরেক শোলে ঢাকায়

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর  সিনিয়র অ্যাডভাইজর ও  দেশটির  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে  ঢাকা সফরে এসেছেন।

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছালে ডেরেক শোলেকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে করবেন ডেরেক শোলে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি।

ডেরেক শোলের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর  জানিয়েছে,  ডোরেক শোলের সফরে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।

১৪-১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানে একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডোরেক শোলে। যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরতে ও  দেশগুলোর লক্ষ্য  ভাগাভাগি পুনর্নিশ্চিত করতে প্রতিনিধি দলটি  ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩,
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।