ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় পাটের গুদামে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
নগরকান্দায় পাটের গুদামে অগ্নিকাণ্ড

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তার হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামনগর এলাকার রতন শেখ নামে এক ব্যক্তির রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পাশের ওই গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গুদাম ঘরে থাকা পাট ও ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইমউদ্দিন মণ্ডল, নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন প্রমুখ।  

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন ইউএনও মঈনুল হক।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।