ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে নিখোঁজ দুই শিশু উদ্ধার করেছে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
না.গঞ্জে নিখোঁজ দুই শিশু উদ্ধার করেছে পিবিআই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি আমাদের কাছে অভিযোগ আসে। টানা ১২দিন আমরা কাজ করেছি এবং গতকাল ভৈরব থেকে ৩ বছরের আবীর বাচ্চাটাকে উদ্ধার করেছি। এখানে আসামি সাদিয়া, তিনি নেত্রকোনার বাসিন্দা। গত ০১ জানুয়ারি সিদ্ধিরগঞ্জে গর্ভবতী বোনকে সাহায্য করতে বোনের বাসায় আসেন সাদিয়া। এখনে বান্ধবীর বাসায় যাওয়ার পথে তিন বছরের শিশু আবীরকে কাঁদাতে দেখে শিশুটিকে কোলে নিয়ে পাশের একটি দোকানে নিয়ে চিপস কিনে দেন সাদিয়া৷ পরে তার স্বামীকে ফোন করে বলেন, এখানে থাকবেন না ভৈরব চলে যাবেন। স্বামী টাকা পাঠালে চিটাগাং রোড থেকে আবীরকে নিয়ে ভৈরবের বাসে করে চলে যান সাদিয়া। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

আরেকটি ঘটনা সোনারগাঁয়ের। শিশুটির নাম সাইদ (১২)। সে ক্লাস সেভেনে পড়ে। সে মোবাইল ফোনে আসক্ত এবং এটা নিয়ে তার বাবা মা তাকে বকাঝকা করতেন। ঘটনার দিন তার বাবা মোবাইল ফোনটি শিশুকে না দিয়ে সঙ্গে করে অফিসে নিয়ে যান। এতে সে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। সে ঢাকার বিভিন্ন রাস্তায় ঘুরছিল। এ ঘটনা চার মাস আগের। পরে আমরা এটা নিয়ে কাজ করি এবং শিশুটিকে উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, যেহেতু কোনো মামলা দায়ের করা হয়নি সে কারণে কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের কাছে জিডি এসেছিল। তার ভিত্তিতেই আমরা শিশুদের উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩  
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।