ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব আজিজুরের যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব আজিজুরের যোগদান

ঢাকা: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সচিব হিসেবে যোগদান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মো. আজিজুর রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মো. আজিজুর রহমান মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেন।  

বুধবার সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।