ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবউন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
যুবউন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক আর নেই কে এম আমানুর রহমান ও তার জানাজার নামাজে মুসল্লিরা।

ফরিদপুর: বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ছোট ভাই কে এম আমানুর রহমান (৬৮) আর নেই।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন তিনি।

( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।  

কে এম আমানুর রহমান যুবউন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক এবং নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা ছিলেন।  

স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন কে এম আমানুর রহমান।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মরহুমদের জানাজার নামাজ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।  

জানাজায় তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, ছোট ভাই কে এম জামান, ভাতিজা কে এম জুয়েল, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক খান মো. মঈন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

কে এম আমানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আরও শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন মিয়া, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।