ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৫ ফেব্রুয়ারি থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
২৫ ফেব্রুয়ারি থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

ঢাকা: আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বলেন, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করার কথা থাকলেও তা হয়নি।

কিন্তু দু-মাসেরও বেশি সময় পার হলেও কোনো ঘোষণা হয়নি।

তিনি বলেন, ‘গত বছরের ২৮ নভেম্বর সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন মজুরি ঘোষণা না হলে ওই দিনই রাত ১২টা ১ মিনিট (২৫ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। আমরা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। ’

নৌযান শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত বছরের ২৭ নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেন তারা। সংকট নিরসনে ২৮ নভেম্বর মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা এবং এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।