ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে আগুনে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
গুলশানে আগুনে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা: রাজধানীর গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শামা রহমান সিহনা আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পর তার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ফোনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, গুলশানে আগুনের ঘটনায় তিনজন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে শামা রহমানের বিষয়ে কনসার্ন বেশি। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। ৪৮ ঘণ্টা পর তার বিষয়ে বিস্তারিত বলা যাবে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। এছাড়া, বাকি দুইজনের শারীরিক অবস্থা ভালো।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসায় ১৮ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সামন্ত লাল নিজেই এ মেডিকেল বোর্ডের প্রধান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।