ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নায়ক সোহেল রানার জন্মদিনে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
নায়ক সোহেল রানার জন্মদিনে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা

ঢাকা: প্রবীন চলচ্চিত্রকার ও লৌহমানব খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানার ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার উত্তরার বাসভবনে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

তাতে অংশ নেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্র শিল্পী ও তার রাজনৈতিক আদর্শের সহকর্মীরা।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা বার্তা নিয়ে চিত্র নায়ক সোহেল রানার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনূর রশীদ ও মিসেস মামুন। এছাড়া আরও শুভেচ্ছা জানান সোহেল রানার সহকর্মী চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, সংগঠনের সাধারন সম্পাদক চিত্র নায়িকা নিপুন, চিত্র নায়ক রিয়াজ, সাংবাদিক ও রাজনৈতিক কর্মী কাজী শামসুল ইসলাম, শিকড় বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার ইকরামুল খান, এম মহিবুর রহমান, টেলিভিশন প্রযোজক সমিতির নেতা শেখ রুনা, জন সংযোগ কর্মকর্তা আব্দুর রহিম খানসহ আরও অনেকে।

জন্মদিনের আনুষ্ঠানিকতায় আগত অতিথিদের অভ্যর্থনা জানান সোহেল রানার সহধর্মীনি প্রফেসর ডা. সবিতা বেগম।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
টিএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।