ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দরজা ভেঙে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দরজা ভেঙে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

রংপুর: রংপুর নগরীর নীলকণ্ঠ এলাকায় টিনা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মৃতের শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত টিনা নগরীর পশ্চিম নীলকণ্ঠ এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, টিনা মাঝে মাঝে দেরি করে ঘুম থেকে ওঠেন। তবে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে সড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে রুমে ঢুকে টিনাকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টিনার মরদেহ উদ্ধার করে।

তরুণীর ভাই বাবু জানান, বেশ কয়েকদিন ধরে তিনি ডিপ্রেশনে ছিলেন। সেই কারণে এমন ঘটনা ঘটতে পারে। এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।