ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দই কারখানায় মিলল শ্রমিকের রক্তাক্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
দই কারখানায় মিলল শ্রমিকের রক্তাক্ত মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি দই কারখানা থেকে সুদেব চন্দ্র দাস (৩০) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণ স্ট্যান্ড এলাকার বিথী দধি ভাণ্ডার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুদেব চন্দ্র দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বুলবুল হোসেন জানান, রাতের খাবার শেষে সুদেবসহ শ্রমিকরা কারখানার একটি ঘরে শুয়ে পড়ে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ওই ঘরে সুদেবের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।  

খবর পেয়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারালো ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানান ওসি।

বুলবুল হোসেন আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া পলাতক অপর এক শ্রমিককে আটকের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।  

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান গোবিন্দগঞ্জ থানা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।