ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা

টাঙ্গাইল: সরকারের পদত্যাগ, নিরপেক্ষর সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে টাঙ্গাইলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বেপারিপাড়ার সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শান্তিকুঞ্জ মোড়ে পৌঁছলে পুলিশী বাধায় সেখানে পদযাত্রা শেষ করে নেতাকর্মীরা। পদযাত্রার আগে সমাবেশে আয়োজন করে দলটির নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির অহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির প্রমুখ।

এসময় বিএনপির অংঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।