ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্নীতি প্রতিরোধে রচনা প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কার 

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
দুর্নীতি প্রতিরোধে রচনা প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কার 

পাথরঘাটা (বরগুনা): দুর্নীতি প্রতিরোধে রচনা প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পাথরঘাটা কলেজ মিলনায়তনে বিজয়ীদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।

বিজয়ীরা হলেন- পাথরঘাটা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া ইসলাম তুনা, মোসা. তানজিলা আক্তার ও সৈয়দ ফজলুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল ইসলাম খান (এনআইখান), সাধারণ সম্পাদক আহসান হাবীব, সদস্য ও সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. রব। সঞ্চালনা করেন প্রভাষক জামাল হোসেন নান্নু।

পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে 'প্রশাসনিক জটিলতা তথা চাপ সৃষ্টির কারণে জনগণ ঘুষ দিতে বাধ্য হয়' শিরোনামে রচনা প্রতিযোগিতায় ১০৯ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে তিনজন কৃতকার্য হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল ইসলাম খান (এনআইখান) বলেন, ‘দুর্নীতিবাজদের সন্তান কখনোই মানুষ হয় না, মানুষ হতে পারে না। দুর্নীতিবাজরা যেমন শেষ বয়সে এসে পঙ্গুত্ব, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, তেমনি তাদের সন্তানরাও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে বা পড়তে বাধ্য। '

বিজয়ী শিক্ষার্থীরা বলেন, আমরা এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবো, নিজে দুর্নীতি করবো না অন্যকেও করতে দেব না। লেখালেখির মাধ্যমেও প্রতিরোধ করা যায়, আমরা সেটাই এই লেখার মাধ্যমে করেছি। আজ বিজয়ী হওয়ায় আমরা খুবই আনন্দিত হয়েছি, এটা আমাদের পাথেয় হয়ে থাকবে এবং এই অনুপ্রেরণা পুঁজি করে সামনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।