ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
পিরোজপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

পিরোজপুর: পিরোজপুরে অটোরিকশার চাপায় সুধীর রঞ্জন মাঝি (৮০) নামে এক স্কুল শিক্ষক (সাবেক) নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৬টার দিকে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাঁচপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুধীর মাঝি জেলার সড়র উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র মাঝির ছেলে। তিনি একই এলাকার গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী বিভাস মজুমদার (নিহত সুধীর মাঝির বোনের ছেলে) জানান, তার মামা প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাড়ি থেকে পাঁচপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে রিকশাটি তার মাথায় চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক সুধীর রঞ্জনকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, হাসাপাতালে নেওয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।