ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিকের মৃত্যুর খবরে প্রাণ গেল গৃহকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
শ্রমিকের মৃত্যুর খবরে প্রাণ গেল গৃহকর্তার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক। আর সেই শ্রমিকের মৃত্যুর খবর শুনে মারা গেলেন গৃহকর্তাও।

শনিবার (৪ মার্চ) উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গাছ থেকে পড়ে নিহত শ্রমিকের নাম মো. জামির হোসেন ওরফে ধোনা (৫৪)। তিনি শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের মৃত জহির উদ্দিন গাজীর ছেলে। নিহত গৃহকর্তার নাম অশোক চক্রবর্তী। তার বাড়ি গোপালপুর এলাকার।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, সকালে ধোনা (৫৪) অশোক চক্রবর্তীর বাড়ির একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিজের বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর এই খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহকর্তা অশোক চক্রবর্তী।

পারিবারিক সূত্র জানিয়েছে, অশোক চক্রবর্তী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।