ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
নওগাঁয় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ: নওগাঁর সাপাহারে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার খঞ্জনপুর মোড়ে প্রসাদপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, পণ্যেও মোড়ক ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় রাকিব ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার; পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় সৈকত ভ্যারাইটিজ স্টোরকে দুই হাজার, একই অপরাধে আমিনুল মুরগি ঘরকে দুই হাজার ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির অপরাধে সিয়া স্টোরকে দুই হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।  

অভিযানকালে স্থানীয় পুলিশের সদস্য ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।