ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারী থেকে বাইসাইকেলে টুঙ্গিপাড়া গেলেন সুজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
নীলফামারী থেকে বাইসাইকেলে টুঙ্গিপাড়া গেলেন সুজন

নীলফামারী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে নীলফামারী থেকে বাইসাইকেলে চড়ে টুঙ্গিপাড়া যাত্রা করেছেন সুজাউদ্দৌলা সুজন নামে এক ব্যক্তি।  

বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় জেলা শহরের স্মৃতি অম্লান চত্বরের জিরো পয়েন্ট থেকে যাত্রা করেন তিনি।

তিনি বাইসাইকেলে বিভিন্ন জেলা ও উপজেলা শহর ও জনপদ পাড়ি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার টুঙ্গিপাড়া পৌঁছাবেন।  

যাত্রাকালে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ।  

এরপর দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাঁকে সৈয়দপুর পর্যন্ত এগিয়ে দেন। এরপর পার্বতীপুর, ফুলবাড়ি নানা স্থানের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন জানাবেন।  

সৈয়দপুরে দুপুরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোখছেদুল মোমিন ও দলীয় নেতাকর্মীরা।

সাবেক সংস্কৃতি মন্ত্রী, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলফামারী-২ আসনের জাতীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের অনুপ্রেরণায় সুজন দুঃসাহসিক যাত্রায় নেমেছেন। এ কাজে সার্বিক সহযোগিতা দিয়েছে সদর উপজেলা আওয়ামী লীগ।
 
সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে সুজন যাত্রা শুরু করেছে সাইকেলে করে।  বিভিন্ন স্থানে থাকা আমাদের দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।