ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ১৬ মামলায় গ্রেফতার ১৮১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
পঞ্চগড়ে ১৬ মামলায় গ্রেফতার ১৮১

পঞ্চগড়: আহমেদীয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত দুই থানায় পৃথকভাবে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার (১১ মার্চ) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন করে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসব মামলায় এ নিয়ে এখন পর্যন্ত ১৮১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

শনিবার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।

তিনি বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে ঘটনায় জড়িতরা ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।  

গত ৩ মার্চ আহমেদীয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় ১৩টি ও বোদা থানায় ৩টি সহ মোট ১৬ টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পঞ্চগড় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।  

পঞ্চগড় শহরের পয়েন্টে পয়েন্টে ও আহমদ নগর এলাকায় পুলিশ, বিজিবি ও র‍্যাব সতর্ক অবস্থানে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১১ মার্চ, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।