ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ঝালকাঠি: জেলার রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে রিপোর্টার্স ইউনিটির টাউনহলস্থ কার্যালয়ে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি একেএম মোতালেব হোসেনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা রিপোর্টার জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মাওলা শান্ত (দৈনিক জাগরণ), সহ-সাধারণ সম্পাদক মাসুম খান (বিজয় টিভি), অর্থ-সম্পাদক এইচ এম নাঈম হোসেন (বাংলানিউজ২৪), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক এসএম মাসুদ পারভেজ (আমার সংবাদ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, শাহাদাত হোসেন মনু (আমাদের কণ্ঠ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার), আরিফ সরদার (আমার সংবাদ)।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।