ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলার উন্নতির কারণেই দেশে উন্নয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আইনশৃঙ্খলার উন্নতির কারণেই দেশে উন্নয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আইনশৃঙ্খলার উন্নতির কারণেই দেশে উন্নয়ন হচ্ছে।

রোববার (১২ মার্চ) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুরে রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মীর্জা আজম এমপির সভাপতিত্বে মন্ত্রী আরও বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এটি কেবল সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলেই।

রিক্রিয়েশন ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবটির সভাপতি মীর্জা আজম এমপি।

এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক দুলাল,  ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনার জহুরুল হক,  সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, অতিরিক্ত আইজিপি মাহাবুবর রহমান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবি দেবদাশ ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও পুলিশ সুপার নাসির উদ্দিন আহামেদ।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।