ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: তিতাসের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: তিতাসের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার শামসুদ্দিন আল আযহার।

রোববার (১২ মার্চ) দুপুরে ভবন বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিতাস গ্যাসের কারণে যদি এ বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকতো তাহলে ভবনে আগুন লেগে যেত। যা আশপাশে ছড়িয়ে পড়তো। সুতরাং এ ঘটনায় তিতাস গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের কোনো সম্ভাবনা নেই।

এর আগে দুপুরে তিতাস গ্যাসের ১৮ সদস্যের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। সাততলা কুইন মার্কেট ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।