ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে মেয়র আতিকের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ডিএনসিসির কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে মেয়র আতিকের শোক

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।  

রোববার (১২ মার্চ) দিনগত রাত ১২টায় কাউন্সিলর সালেক মোল্লাহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সোমবার (১৩ মার্চ) রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

শোকবার্তায় ডিএনসিসি মেয়র বলেন, কাউন্সিলর সালেক মোল্লাহ অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি একজন সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।  

শোকবার্তায় মেয়র আরও বলেন, সালেক মোল্লাহ একজন সফল কাউন্সিলর হিসেবে সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে আমরা ডিএনসিসি পরিবারের একজন সদস্যকে হারালাম। ১৫ নম্বর ওয়ার্ডবাসী একজন সত্যিকারের সেবককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।