নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রতিবছরই রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যায়। সেই পরিপ্রেক্ষিতে এ বছর রমজান মাসজুড়ে বাজারে নিয়মিত মনিটরিং করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সরকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান এ কথা জানান।
তিনি বলেন, রমজান মাসে পুরো সময়জুড়েই মাঠে থাকবে ভোক্তা অধিকার অধিদফতর। প্রতিদিনই সরেজমিনে বাজার পরিস্থিতি আমরা মনিটরিং করবো।
সেলিমুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণ, মূল্য মনিটরিং, ইফতারকে কেন্দ্র করে ভেজাল যেন খাবারে না দেওয়া হয় সেই লক্ষ্যেও চলবে অভিযান। অস্বাস্থ্যকর ইফতার বিক্রি ও বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমআরপি/আরবি