ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘গ্রাম পুলিশদের জাতীয়করণে বঙ্গবন্ধুর আদেশ বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
‘গ্রাম পুলিশদের জাতীয়করণে বঙ্গবন্ধুর আদেশ বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেই’

ঢাকা: 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধুর আদেশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

'

সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আদেশ বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বক্তারা।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন গ্রাম পুলিশেরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দেন। যা ১৯৭৬ সালে স্মারক নম্বর- এস-/১/১ ইউ-৫/৭৬/১৮/১ (৬৬) তারিখ: ১৭/০১/১৯৭৬ সালে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় পাঠানো হয়। তার সেই আদেশমূলে জারি করা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের পরিপত্রটি আজ অবধি বাস্তবায়িত হয়নি।

জাতীয়করণের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রায় ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ দেশের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে। অথচ আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। বঙ্গবন্ধু ঘোষিত জাতীয়করণের পরিপত্র নিয়ে আমরা দ্বারে দ্বারে ঘুরছি। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোকাদ্দেম হোসেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের চেয়ারম্যান কমান্ডার মো. মোস্তফা কামাল, মহাসচিব কমান্ডার এম এ নাছের।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।