ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানের অফিসে সাকিব!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বিমানের অফিসে সাকিব!

ঢাকা: হঠাৎই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে হাজির বাংলাদেশের জাতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান! না, বিশেষ কোনো উদ্দেশ্যে নয়, বরং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি।

সোমবার (১৩ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এদিন বিকেলে বলাকায় পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তার সৌজন্যে কেক কাটা হয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। সাক্ষাৎকালে বিমানের ক্রিকেট দল ও খেলাধুলার উন্নয়ন বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা হয় বিমানের এমডির। এসময় বিমানের পরিচালক ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।