ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তেজঁগাওয়ের আগুন টিনশেড বসতবাড়িগুলোয় লেগেছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
তেজঁগাওয়ের আগুন টিনশেড বসতবাড়িগুলোয় লেগেছে তেজগাঁওয়ের কুনিপাড়ায় কিছু টিনশেড বাড়িতে আগুন লেগেছে। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাদীন রুলিং মিল সংলগ্ন আহসানুল্লাহ ইউনিভার্সিটির পাশে বটতলা এলাকায় টিনশেড বসতবাড়িগুলোয় আগুন লেগেছে।  

পুলিশ জানিয়েছে, সেখানে অনেকগুলো বসতবাড়ি রয়েছে।

কোনোটা আবার দোতলা, তবে টিনশেডের।

সোমবার (১৩ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রোলিং মিল সংলগ্ন আহসান উল্লাহ ইউনিভার্সিটির পাশে বটতলা নামক স্থানে বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর পরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বসতবাড়ির লোকজন এই আগুন নিভানোর সহযোগিতা করছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই ধাপে ধাপে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।